রংচটা পৃথিবীতে অ্যাপসের নিত্যনতুন খেলা,
কী প্যাডে আঙুল ছুঁয়ে আধুনিকতার মেলা।
খুন চোষা গিরগিটিরা করছে আনাগোনা,
তাই না দেখে নিরীহ মানুষ আজ সংজ্ঞাহীনা।


হাতে ল্যাপটপ,কব্জিতে ঘড়ি,কাঁধে ব্যাগ,গলায় টাই,
সেলস্‌ এর জব বিশাল টার্গেট প্রমোট করাও যে চাই।
অনলাইন অর্ডার খাবার টেবিলে বাড়িতে বসে পাই,
সুযোগ পেলেই অ্যামাজন নয়তো ফ্লিপকার্ট চাই।


ব্যস্তবহুল জনজীবনে আমরা যা চাই তাই পাই,
দেখছি ওদের রানার বেশে ডেলিভারী দেওয়া চাই।
ভাবি নি কখনো ওদের ভাষা আমাদের শুধু চাই..
হায়রে মানুষ শুধু চাই, চাই বলে আর কতদিন ভাই।


নিজের কাছেই নিজেই গড়া ব্লাড প্রেসার ডায়বেটিস,
বাড়ির রান্না চোপাট বেলনা অর্দ্ধ রাতে দুটি ঠাণ্ডা পেটিস।
চ্যাঁট পরিবারের সদস্য হয়ে ভুলেই যাই আত্মীয় স্বজন,
একডাকেতে খাবার পোষাক রান্নাবারার নেই প্রয়োজন।


আমাদের কাছেই আরেকটা পৃথিবী আমাদের মাঝে,
তারই মাঝে জ্যান্ত আছি একটি গোলক ধাঁধার কাছে।
রিমোট আছে অন্যের হাতে মগজ ধোলাই করছে তাতে,
জীবিত আছি এইসুখে আজ মগ্ন আছি বিভিন্ন অ্যাপে।