ঠোঁটের কোনায় আজ ঠুনকো অভিমান
ধারাজলে ধুয়ে যাক সব ফরমান,
তুমি আমি আমিত্বের হোক অবসান
অন্তিমে গেয়ে যাই ধ্রুব আরাধন l
আমি সবে মাত্র সতেরো,
ভালবাসার বন্ধনে আমি,আবদ্ধ,
আমার কাছে এসেছিলে ভালবাসার হাত বাড়িয়ে,
ভালবাসার উপহার দিয়েছিলে পরিয়ে,
ব্যক্ত করে ছিলে তোমার ইচ্ছে,
বলেছিলে “তনুজা, আমি তোমায় ভালবাসি”
ভালবাসার জোর খটিয়ে কতকিছুই না করেছিলে পুরো বছর তিনটি ।
আমিও উজার করে প্রাণ সঁপে দিয়েছিলাম।
তোমার কাছে মানসন্মান গচ্ছিত রেখেছিলাম।
সে দিনটি মনে নেই,তুমি ছিলে বড্ড ক্লান্ত,
তুমি ফোন করে বললে,তুমি দুবাই যাচ্ছ ।
আমি বলেছিলাম বেশ, তাহলে গিয়ে আস।
কিছুদিন পর আমি বুঝলাম,আমি অন্তঃস্বত্তা।
ফোন করে তুমায় পাইনি,খবরটাও দেওয়া হল না।
মা, বাবা, লজ্জায় করলো আত্মহত্যা।
আমি হলাম নিস্বা,চরিত্রহীনা।
খিদের তাগিদে,অনেকের কাছে…………।।
আমার কোলে তোমার দেওয়া উপহার একটি মেয়ে,
এভাবেই আমি নষ্টা হলাম,হলাম পতিতালয়বাসি ।
আজ আমদের মেয়ে হল একুশী।
আমাকে এসে বলল,”মা ওই পার্থ বাবু টা খুব ভালো,
আজ আমার কাছে ও তিন ঘণ্টা ছিল,
আমার জন্মদিনের উপহারও দিলো।
আমি চমকে উঠলাম,পার্থ?
অভিমানী চোখে নেমে আসলো,
ক্লান্ত,অনিদ্রিত,জমাট বাঁধা অশ্রুর পশলো।
তুমি আমি আমিত্বের হয়নি অবসান,
হয়েছে শুধুই আমার জীবনের অন্তিম উপাখ্যান।।