মনের মাঝের ঝরা পাতায় শুন্য হৃদয়ে একি লীলা,
হৃদয়ে ট্যাগ অফ ওয়ারে আবার কাছে টেনে নিয়ে ছুড়ে ফেলা।
ভালোবাসার দড়িতে কর্তব্যের ফুল গেঁথে পড়িয়ে দিয়েছিলো সতীদের গলায়,
কতবার ভেঙ্গেছে হৃদয় সতীত্বের প্রমান সমুদায়।
শত সহস্র মুখের কথার মুল্য,মুখ থুবড়ে পড়ে মনের অসংগতিপূর্ণ ব্যালট বক্সে,
অদৃশ্য মনের ব্যালট বক্সের নাড়াচাড়ায় ভোট যায় নিরীহ মেয়েদের বিপক্ষে।
কর্তব্যেনিষ্ঠায় ভাসেনি কখনো দুই কুল,
মন মাঝি বৈঠা বায় নিজেরই তীরে।
ভাসায় মন বাগিচায় রাধার প্রেম-সীতার সতীত্ব প্রমানে স্মরণে বসুন্ধরারে…
একাই বায় ধর্মের কান্ডারী সংসার তপস্বীনী দ্রুপদী লোকচক্ষে ধর্মপুত্র যুধিষ্ঠির।
সতীদাহ প্রথার নাম বদলে….
নুতন নামাকরণে প্রজাপ্রেমে বিসর্জিতা-কৃষ্ণপ্রেমে সমর্পিতা রাধা এবং সীতা।
অনুবীক্ষণ যন্ত্রে ধরা দিলেও মহানতা বিশ্লেষণে মহান নারীও হয় কলঙ্কিতা,
ঝরা পাতার চাদরে ঢেকে কবর দিয়েছে যাদের অনুসাঙ্গিক মন…
ফুরফুরে বাতাসে উড়ে যায় নারীর বদান্যতা।
দুরন্ত বাতাসে লিফলেট উড়ে,”নারী মহান”উল্টা পৃষ্টায় অবিশ্বাস-সন্দেহতা।
মান গণনার যন্ত্রে  দুটি পাল্লায় ভারী আবেগের মূল্য…
যেখানে ঐ গুমড়ে-শুকিয়ে যাওয়া কান্নার জল নিতান্ত নগন্য।
লীলা বলে সবাই কেবল…যখন সব মাপকাঠি হয় বিকল।