কতজন খুঁজে মায়ের স্নেহ খবর রাখে না কেউ…
কত যায় ফেউ…
একটি ভ্রুণ জঠর পেয়েছে হাজার প্রতিদ্বন্দ্বিতার শেষে,
জীবনচক্রে লালিত মায়ের আঁচলে গন্ধ শুঁকে মায়ের গায়ে।
একটি নলী খাদ্য জোগায় অন্যটি বিশুদ্ধ অক্সিজেন,
পালিত শিশু ইউটেরাসে দিন গুনে অহর্নিশি দিন যাপন।
হাওয়া বাতাস সবই নতুন জন্মের অপেক্ষায় প্রতিবার,
সে জানে না কত প্রতিযোগিতা, কত দ্বন্দ সইতে হবে বারবার।
হিংসা ঘৃণা নিত্য সাথী অবহেলিত ব্যক্তিত্ব সাধুবাদ…
চরম কৌশলে ঝুলন্ত সেতু পার হতে হবে নাহলে বরবাদ,
চড়াই উতরাই জীবন সাথী মেনে নিতে…..
ঝুলছে প্রাণ হার্টবিটে ফুস্ফুসের বেলুনে দীর্ঘশ্বাস,
মায়ের কোল দূষণ মুক্ত…যদিও পরিবেশ কলুষিত,
যন্ত্রণা সহে মা নির্মম কঠোর জীবনে ঘাত প্রতিঘাত,
আগলে রাখে জঠর গ্রন্থী মনের আকাশের মেঘ সরিয়ে।
বাঁচিয়ে রাখে স্বপ্নে গড়া ভবিষ্যৎ শিশুর মুখপানে চেয়ে,
বেঁচে থাকে শিশুরা,শেষ না হওয়া এক গল্পের দেশে।
যাদের জীবন জন্ম গর্ভে..মৃত্যু গর্ভে…শুরুতেই শেষ,
গল্পের আকার ছোট হলেও মায়ের কাছে স্মৃতির ঘরে…
কভু হয় কি শেষ?