খা খা করছে ধু ধু রোদ্দুরে  হাজার ক্রোশ সাগর সৈকতে,
উড়াল দিয়েছে চিল শকুনে নষ্ট চাটা খাবার নিয়ে।
পচা মাংসের গন্ধে মল মল হৃদয় পোড়া আগুন ধোঁয়া,
বেড়ী পায়ে পথ_হারিয়েছি_তোমার_নামের_বন্দরে।


ঢেকে যাওয়া নীল আকাশে বালির ঝড়ে ধূসর আজ,
চোখের কোণে বালি জমেছে চোখ কচলানোয় নেইকো লাজ।
হৃদয় ঘরে বহ্নিশিখা লেলিহানে  জীবন ফাঁকা,
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বাঁচা মরার হিসেব খোঁজা।


হ্যাচকা টানে যমদূতের কাছে জীবনকালেই মৃত্যুর ঠিকানা,
আঙুলের চাপে হৃদয় জোখে ভালোবাসার উদীয়মান তারকা।
এসিড বাল্ব ছুঁড়ে মেরে করলি আমায় সর্বহারা,
তোদের  কাছে পাওয়া যাবে জাহান্নামের  ঠিকানা?


অধমের সাথে মিলেমিশে চলছে এবার বন্দর গড়া…
হাজার ক্রোশ সাগর সৈকতে নিকৃষ্টতা  আর ব্যাভিচারীতা,
সৈকতের ঝাপ্টায় সৃষ্টি হবে পৃথিবীর সুন্দরতম “অশ্লীলতা”।
কালো রাত্তিরে বালির ঝড়ে উড়বে এবার অমানবিকতার ধ্বজ্জা?