আমি চাই ফাঁসি দেবো…আমার আমিত্বকে….
আমি আমার সহজ সরল জীবনে,সরলতাকে…
আমি চাই না কোন ছাপ রেখে যাক্‌ কোন সহজ সরল আবেগ…
আমি রূঢ় হতে চাই …ছিনিয়ে নিতে চাই …আমার যা কিছু প্রাপ্য।
আমি হিমালয়ের মতো শির উঁচু করে বাঁচতে চাই… হতে চাই অপ্রতিরোধ্য…
আমি সাগর হতে চাই ….শান্ত গভীর বহমান উত্তাল সমুদ্র…