এই তো সেদিন ভেবেছিলাম আমি,
ওদের মতো লিখবো সুন্দর কবিতা।
ঝেড়ে দেবো যা কিছু আছে মলিনতা,
পাষাণ হৃদয়ে কলম চালাবো আমি ।


হারানো দুঃখের সাথে আজ মিলেমিশে,
রেখেছি দুঃখের ভান্ডার নিজের কাছে।
পিঁজরায় বেঁধেছি যত দুঃখ তোমার আছে,
সুখগুলো যেনো তোমার ঠোঁটের কোণে হাসে।


যা কিছু কথা ছিলো আমাদের মনে গোপনে,
অবৈধ সম্পর্ক বলে লোকে দিয়েছে উড়িয়ে।
বাঁধ ভাঙা প্রেম কি বৈধ নয়,যায় কি হারিয়ে?
হৃদয়ে  আছে প্রাণ তাই প্রেমও আছে কোণে।


লিখবো আমি চরম বৃত্তান্ত যা কিছু আছে,
গোপনে নয় প্রকাশ পাবে আমার লেখনীতে।
রঙ্গমঞ্চ সাজবে এবার সমাজের গোড়ামীতে,
খুলে যাবে কদর্য চেহারা বোকা মানুষের কাছে।


সবকিছু যদি মেনে নিয়ে বেঁচে থাকাই সম্বল,
খাঁচার কপাট খুলে দুঃখ উড়াবো আকাশে।
সুখকে নিয়ে এসো রাখবো হৃদযতনে পুষে,
স্মৃতি দিয়ে গড়বো আমার কবিতার মহল।