দুটানায় জীবন….দুইমেরুতে…মায়ের কোল ও প্রাপ্ত বয়স্ক…
বছর গুলো পার হয়ে যায়….সময়ের দুর্বার গতিতে…
দুধের শিশু মায়ের কোলে….মায়ের আদুরে কবে বড় হবে।
ইলাস্টিকের মতো টানতে টানতে…
মায়ের কোলছাড়া শিশু স্বাবলম্বী হয় নিজের অজ্ঞাতে।
তখন কি কেউ বোঝে…
স্বাবলম্বীতার মর্যাদা রক্ষা করা কি যায় সহজে?
ঘাত প্রতিঘাত আসে জীবনে…
স্বভিমানগুলো ভীষণভাবে আব্দার করতে শুরু করে…
আবেগ অনুভুতি গুলো ততক্ষণে নিজের ঠাই খুঁজে নেয়।
হারিয়ে যায় মনের কোমলতা..স্বচ্ছতা…
নিজের সাথেই দ্বন্দে নিমগ্নতা…দুটানায় ভড় করে….
বুঝতে শেখা মানেই বড় হওয়ার স্বপ্ন…
বড়দের দেখে মনে জাগে কল্পনা…যদি বড় হতাম….
ইচ্ছেগুলো একবয়সে থেমে যায়…পিছন ফিরে তাকায়,
ইলাস্টিকের ইলাস্টিসিটিও থেমে যায়…স্থিতির পুনরাবৃত্তি হয় না জেনেও,
অঘটনে যদি বয়স শুরু করে কমতে তাহলে….
আবার মায়ের কোলেই ফিরে যেতাম…।