পাড়ি দিয়েছে ভিন দেশী পাখিটি..
কত দেশ ঘুরে যখন আসে কোন এক নির্জন দ্বীপে..
সংস্থানের আশায় এগাছ ওগাছে ঘুরে বেড়ায়..
বিশ্বাসের ছাঁকনিতে ভরসা ছেঁকে..
নিঃশেষ হয় নিমেষে আত্মবিশ্বাস।


বনবাদাড়ের জ্বলন্ত ঘৃণার অগ্নি…
জ্বলন্ত কয়লায় পাখনা পুড়ে ছাই হয় নিঃসঙ্গতা..
অলীক স্বপ্নের সাজানো তলানিটুকুতে আত্মপ্রত্ত্বোয়ের অভাব,
দিগন্ত সীমানার বেড়াজালে কবেই..
শেষ হয়ে যায় দেশী বিদেশীর মোহরে।


জ্বলন্ত লাভা সর্বাঙ্গে চিত্র আঁকে..
পরিচয়ে শুধুই রয়ে যায় ভিন দেশী পাখি,
পরিয়ে দেয় গলায় সীল মোহরের  মালা..
অট্টালিকায় সাজায় পিঞ্জরা ঢাকনা খুলে যতসামান্য খাবারের…
এন আর সির ছাঁকনিতে ছাঁকে দেশী কিংবা বিদেশী।


বিশ্বাস ভরসা সবকিছুই যখন অনুভুতির সাথে মিশে,
অভিজ্ঞতার বাস্তব তখন কঠিন পথে।
ফিরে তাকাবার অনুরাগে জ্বলন্ত পাখনায় উড়ার চেষ্টায়,
মাটিতে পরে বারংবার..... তবুও উড়ে..
কোনলোকে যাবে সেই ঠিকানায়...