তবু কেউ বলিনি                              হাতটা বাড়াইনি
                     ভয়টা ছিল প্রত্যাখ্যানের
মন ছিল অজানা                         পাই নি যে ঠিকানা
                     অপেক্ষা ছিল আহ্বানের l
তুমি এসেছিলে নিরবে নিভৃতে                   পূর্ণিমা রাতের প্রাতে,
                     জ্যোৎস্নায় দেখেছি তোমার মুখখানা।
মনের বাসরে প্রেমের মায়া               দেখিয়েছিলে তোমার কায়া,
                   বাসনায় হার মেনেছিলো হৃদয়খানা।
কি অদ্ভুত তোমার উপস্থিতি              রয় না মন পায় না স্থিতি,
                           হাত বাড়ালেই তোমায় পাওয়া।
এলোমেলো তোমার চুলের গন্ধ             ছিলো না কোন প্রতিবন্ধ,
                             হৃদয়ের সুবাসে শুধু মিষ্টি হাওয়া।
উজার করে স্নিগ্ধরাতে ভালোবেসেছি       জোয়ারের সাথে ভেসেছি,
                          ভাটার টানে বাহুডোরে বেঁধেছি।
আকাশ রঙিন রামধনু আঁকে                 স্বপ্ন ধোঁয়া চলে আকেবাকে,
                         কুসুম কলিতে প্রজাপতি দেখেছি।
দোলে মন দোলে তন সর্বক্ষণ                  ভ্রমরেরা করে মন উচাটন,
                              অঙ্কুরিত বীজ বুনে স্বপ্ন।
মনহারিনী বৃন্তে কুসুম কন্টক                  অবধারিত সৌন্দর্যের রক্ষক,
                      সুগন্ধিত প্রেমে রই সর্বদা আত্মমগ্ন।
কন্টকিত স্বপ্নপ্রেমে এসেছিলে              দিয়ে গেলে স্পর্শের ছলে,
                           এক সুখানুভুতির অভিজ্ঞতা।
পারিনি তোমায় দূরে রাখতে        অবচেতন মনের ভাবনাকে রুখতে,
                      অসহিষ্ণু মন জানে না বাস্তবতা।