যে ভালোবাসা রেখেছি তোমার জন্যে….বহু বসন্তের শেষে..
গচ্ছিত আছে এখনো সাজানো গোছানো স্মৃতিভরা অ্যালবামে।
সেদিনের কথা..না বলা কথা…..
আড় চোখে খুঁজছি এখনো হন্যে হয়ে..
খুঁজে পাই নি কোথাও…তোমার মতো সেই অপলক চাহনি…
লাজুক মিটিমিটি চোখে..টুপ করে একটু দেখে নেওয়া….
ঘাড় উঁচু করে ভিড়ে তোমাকে খোঁজা…মাথা নিচু করে পাশ কাটা।
থর থর করে কেঁপে উঠতাম…চোখা চোখিতে…শীতল অনুভূতি..
শিহরণে অদম্য ইচ্ছা…..তোমাকে চাওয়া…বিনিদ্র ভোরে জেগে থাকা..
পারিনি সেদিন বলতে ‘ওগো’…..
ভালোবাসি তোমায়…ভালোবাসি গো…
আজ বসন্তের শেষে শীতের ঝরা পাতায় ফাট ধরেছে ত্বকে,
শুস্ক এক অস্তিত্ব নিয়ে যখন তোমায় নিয়ে ভাবি…একা..
যে সকাল বেলা তোমার জানালায় চোখ রেখে ঘুম ভাঙতো…
সেখানে আজ শীর্ণকায় রুগ্ন তুমি তাকিয়ে থাকো সারাক্ষণ….
ক্লেদহীন ফ্যাঁকাসে চেহারায় রক্তশুন্যতার ছাপ…নিথর চোখ…
বলে দেয় আজও তুমি আমাকে ভালোবাস….আজও তুমি….
ভালোবাসার প্রথম কুঁড়ি বিকশিত হতে গিয়েও যা হয়নি কৈশোরে,
এখনো ভালোবাসি..এখনো মৃত্যুর শিয়রে তোমায় পেতে চাই….