সে তো রূপের ঘরে মনের আবেগ ক্ষত করে
স্মৃতির কলস ভরে।
নিরবে আকুন্ঠ জলে উষ্ণআবেগ বহে চলে
হৃদয় জুড়ে প্রেম ভরে।
প্রেম বিলাসে শকুন্তলা বসন্তে প্রকৃতির সাথে লীলা
বিশ্বামিত্রের প্রেমে মেনকা।
সে তো প্রেম নয় বাহ্যিক প্রেমই সবার চোখে রয়
ঐশ্বরিক একাত্মা ।
সূর্য কুন্তির প্রেমকথা মহাভারতের অপুরক গাঁথা
সম্ভবে কিন্তু বিধাতা।
অস্থিত্ব রক্ষায় বীর কর্ণ অধর্মের সাথে যুদ্ধে ধর্ম
জয়ের উপসংহিতা ।
অসময়ের প্রেমের আগুন ভালোবাসায় দুগুন
বন্ধ দ্বারে খুশীর বন্যা।
রশ্মীরেখায় সৃষ্টির অধ্যায় প্রকৃতি প্রেমে প্লাবিত বন্যায়
ঔরসে সৃষ্টি পুত্র কন্যা।