ধূসর আকাশে কালো মেঘের ছায়া,
স্মৃতিস্তম্ভ দিয়ে আগ্রা শহর ঘেরা।
লোকে বলে বাহ্ তাজ্ গর্বে ভারতবাসী,
মনমোহকে আগ্রা নামে মমতাজ রানী।


বেমালুম চেপে রাখা উষ্ণ নিঃশ্বাস…
অভিশাপে মোড়া তাজমহল বিস্ময়।
ঘামের প্রলেপে জীবন দিয়ে গড়া…
কেউ খবর রাখেনি ওরা কারা?


শাহজাহানের পত্নী প্রেমের সাক্ষ্য..
মম তাজমহল আজ এক আশ্চর্য্য।
সত্যি কি ছিলো প্রেম?......বিস্ময়!
যমুনার তীরে দাঁড়িয়ে…একবার ভেবে দেখো…
কার ছিলো আবেগ ভালোবাসা?


চাই না এমন আশ্চর্য্যকর স্মৃতিস্তম্ভ,
যেখানে মানুষের কৃতিত্বের মূল্য নেই।
অসংখ্য কারিগরের  জীবনদানে…
দাঁড়িয়ে আছে সপ্তম আশ্চর্যের এক অভিশপ্ত স্মৃতিসৌধ।