আমি পরাশ্রয়ী হতে চাই না।
শিকল বাঁধা ইচ্ছেগুলো নির্বোধ অবুঝ প্রাণীর ন্যায়,
আমি হারিয়ে ফেলেছি গন্তব্য স্থান আকঙ্খাগুলো জড়িয়ে আছে।  
সর্বাঙ্গে ছোট ছোট ইচ্ছে…  
অনবরত আমার চোখে এক আকাশ স্বপ্ন দেখে,
আমি দিকভ্রান্ত…ইচ্ছের জট গুলো স্নায়ুতন্ত্রকে বিকল করে….
পারিনি শেষ রক্ষা করতে দেহ মন শরীর সব ধীরে ধীরে হেরে যায়।
আজ আমি একা…  
আমি হব না গলগ্রহবৎ,খুঁজে নেবই জীবনের সুখ।


আমি আমায় খুঁজে পেয়েছি, মুক্ত বিহঙ্গের ন্যায়,
নীল আকাশের নিচে উন্মুক্ত উদ্যানে।
আমি পরাশ্রয়ী হতে চাই না,
আমার উচ্চাকাঙ্ক্ষাও অনেকটাই পরজীবীয় ।
আমাকে ছাড়া ও যেন নির্জীব,  


শিকড় গজেছে,
শিরায় শিরায়, আপাদমস্তকে ছড়িয়ে গেছে ।
ওই মাধবী লতাও, আমায় পিছু ডাকে,
আয় চলে আয়,আমি আছি,তুইও আয়।
না, আমি ওখানেও আশ্রয় নেব না ।
সেও তো পরভোজী ।
আশ্রয়দাতার রক্ত চুষে নেবো না।
ভয় হয়,আমি আশ্রয়দাতাকে যদি খুন করে ফেলি।