আমি আছি তুই আছিস মনের গভীরে,
থাক না অনাবশ্যক এড়িয়ে লোকের দৃষ্টি,
প্রেমের বন্যায় ডুবি গভীর থেকে গভীরে,
আমাদের জন্যেই হউক না নতুন সৃষ্টি ।


অনুভুতি গুলো পরে থাক ভালোবাসায়..
আরও কিছু অনুভব জোগাড় করে রাখি।
সযতনে রেখে যাই আমাদের কাব্যগাথায়,
সঞ্চিত মোহনায় সুখের ফোয়ারা দেখি।


কেনো ইচ্ছেগুলো এমন করে কলঙ্কিত হয়,
বুঝি নি!গোলাপের পাপড়ি কেনো ঝরে পরে।
দেখেছি অভিশ্রুত কল্পনার ক্রন্দন অবিরত হয়,
ভালোবাসার অশ্রু বাস্প পরে থাকে মন গহ্বরে।


ভালোবাসার রেল যাক্‌ না যেদিকে যেতে চায়,
আমি আর তুই ঠিক সমান্তরাল অনুভবে বাঁচবো।
তেমনি ভাবেই এগিয়ে যাবো আমাদের ঠিকানায়,
লোকে যাই বলুক রেল ক্রসিঙে গিয়ে মিলবো।


পার হয়ে যাক যত সব দুরন্ত ট্রেন দূর সীমানায়,
নিশ্চিত থাকিস হাত ধরে চলার পথের শেষে,
অনন্ত কালের প্রাবাহিত প্রেমসাগর উছলে ফেনায়
ডুব দেবো দুজনে তটিনির পারেই অবশেষে।