এই শোন্,অতীত কে নিয়ে আর পারি না,
আমার অতীত গত হয়েছে..
প্রয়োজন তেমন নেই।
তুই তো আছিস বর্তমান..
ওকে বলে দিস্,
ওর সাথে সম্পর্কের ইচ্ছে আমার বিন্দুমাত্র নেই।
যেমন করে বদলে যায় দিন,রাত বারোটায়,
স্বাভাবিকভাবেই সময় পার হয়।
দিনের পর দিন পার হয়ে মাসের শেষের রাত্রটায়,
নতুন মাসের নতুন দিনের সূচনা হয়।
ঠিক তেমনি বর্তমানের সম্পর্ক অতীত হবেই,
বিশ্বাসেই সম্পর্ক টিকে,
সুখের বর্তমান অতীত হলেও মনে থাকবেই,  
গোত্রহীন ভবিষ্যৎ সেখানে ফিকে।
সোনালী স্বপ্নের দিনগুলো অতীত বর্তমান খোঁজে না,
যেখানে সুখভালোবাসা বিরাজমান।
অচেনা  ভবিষ্যৎ সবার কাছে প্রাধান্য পায় না,
যদিও সময়ের স্রোত  বড্ড বেশী বহমান।