বৃষ্টি ভেজা দুপুরে জানালায় আর্শীতে যে প্রতিচ্ছবি ফোটে মেয়েটির…
নিজের প্রতিবিম্বের প্রতিফলনে যখন আঁতকে উঠে …
অসহায় নিঃস্ব প্রতিবিম্ব গুলো বৃষ্টির ফিনকিতে যখন মুছে যায়…
তখন  এক মুঠো রোদের খোঁজে শীর্ণ হাত এগিয়ে যায়।


কত সহস্র মানুষের  কাছে অনুভুতিতে মাথা নত হয়,
কেনো এমন হয় ওপাশের বন্ধ ঘরে বোরখায় মুখ ঢাকে কত যুবতী,
তসলিমার “লজ্জা” বুক ফাটিয়ে বলে,”আমি আছি তোমার পাশে”,
যেও না তুমি সংসার ছেড়ে প্রতিবিম্বে তোমার ছবি আসবেই আসবে।


মুছে যাবে না তাদের মুখ যাদের কপালের সুখ কেড়ে নিয়েছে,
বাহানায় ছলতায় কঠোরতায় বেঁধেছে আত্মস্বাধীনতায় কন্ঠরুদ্ধে,
আত্মগ্লানিতে ভরছে কলস দেখছে কি ওরা আগ্নেয়গিরির গলন্ত লাভা?
লাভার স্রোতে কঠিন হবে এবার তাদের পুরুষোচিত খামখেয়ালীপনা।


প্রতিবিম্বগুলো বিকট চিৎকার করে বলে বৃষ্টি নয় অশ্রু নয়…
এবার চাই জোরালো প্রতিবাদ বদলে যাক্ মানসিকতা বিশ্বময়…  
বয়ে যাক্ লাভা, চমকে যাক্ সাড়া বিশ্ব, প্রতিটি মেয়ে হোক বজ্র,
প্রতিবিম্ব হোক লাভায় খচিত সীল মোহরে ছাপা নিজস্বতার গর্ব।