পুরোনো আবেগ…পুরোনো স্নেহ…ভালোবাসা খুঁজে একত্রে…
সাহসের তীরের ডগায় শান দিয়ে চলে অতীত থেকে অতীতে।
ভেদ করে যায় লুকিয়ে থাকা আবেগ যা হয়তো…শেষপ্রান্তে,
আসবে না কোনদিনও প্রকাশ্যে রাত্রির শেষে অথবা দিনান্তে।


অশ্লীল নগ্ন আবেগ চিড় দিয়ে  আজ অঙ্কুরিত স্মৃতির কাননে,
ভাঙা প্রাচীরে গুল্মলতায় ভরপুর স্যাঁতস্যাঁতে পিচ্ছিল মনের বনে।
রি সাইকেলে অস্তিত্ত্ব হারিয়ে সম্পূর্ণ নতুন ভাবে যদিও আসে,
পুরোনো আবেগের নতুন মোড়কে ভাবনাগুলো হয় ফ্যাকাসে।


বদলে গেছে আবেগের ভাষা লোকদেখানো ভালোবাসায় ব্যাস্ত,
রি প্যাকিং আর হয়না খুঁত থেকে যায় মনের মানুষ দূরে যাওয়ার মতো।
ভাবনার সম্পর্কগুলো ওয়াটস অ্যাপ ফেচ্‌বুকের পাতায় জীবন্ত।
সাবলীল ছন্দে শব্দ ছবিতে কত ভালোবাসার তুবড়ি ফোটায়…
সবার খবর পেয়ে যায় কোনদিন-কবে-কোনখানে-কিভাবে-কটায়।


ছুটছে মানুষ ছুটছে দিনের পর দিন লোকাল ট্রেনে কিংবা বাসে,
আশা-স্বপ্ন-নিরাশা-সুখ-দুঃখ এগিয়ে যায় সময়ের সাথে বন্ধ বাক্সে।
চাবি নেই কারও কাছে ডিজিটাল লক্ ,সবারই নিজস্ব পাসওয়ার্ড আছে।
কেউই দেখে না ……………….
কার মনে কত আশা-স্বপ্ন-নিরাশা-সুখ-দুঃখের স্রোতস্বিনী বইছে।