এক ঝাঁক চিন্তার ব্যবসা করে বাবু ফিরে প্রতিদিন,
উর্ধ্বগামী ভাবনায় মন ভরে না...
পান থেকে চুন খসলেই অন্য কারণ।
ভাবনার সাথে ঝগড়ায় দেহ মন বিষাক্ত,
তবুও ইগোর সাথে হাত মিলায়।
লুটেপুটে খায় শান্তি,
অশান্তি বাসা বাঁধে মনের ঘরে,
প্রথমে টুং টাং তারপর ঝন্‌ ঝন্‌ ...
বেসুরো বাদ্য বাজে।
একঘেয়েমী ভাবনায় প্রতিজ্ঞাবদ্ধ মন ঝেড়ে ফেলে বলে...
আর নয়….
তবুও চুপি চুপি এসে দুয়ারে কড়া নাড়ে বিশ্বাস অবিশ্বাস রাতের নিদ্রায়,
একাগ্রচিত্তে স্বপ্নের ব্যবসায় চিন্তার মৌনভঙ্গে…
জেগে উঠে গালে হাত-মাথায় হাত...
সবকিছুই জড়োসড়ো হার্ট গ্রাউন্ডে,
স্বপ্ন ভেঙে চুরমার চিন্তার মিছিলে হিসেব কষে “তরী হতে হবে পার”।
শীতের রাতেও ঘর্মাক্ত কলেবরে চিৎকার হৃদযন্ত্রে হাহাকার…
ততক্ষণে সিঁড়ি বেয়ে উঠে এসে রক্তচাপ হাত বুলায় মাথায়।
প্রাণ ঝেড়ে দেহ এলিয়ে পড়ে নরম বিছানায়।