এক ব্যাগ স্বপ্ন কাঁধে….
প্রজাপতির মতো পাখনা মেলে,
রামধনুর রঙ ছড়ায় স্বপ্নের সাথে বাহিরে ভিতরে সর্বত্রে।
এক ব্যাগ ঠাঁসা স্বপ্ন সবসময়ই  উপচে পরে যেখানে সেখানে,
যাই কোথা-যাই চলে স্বপ্নের সাথে পাল্লা দিতে…..


তবুও যখন মন চলে পক্ষীরাজে…
দিশা হারায় স্বপ্নের সাথে,
বুঁদবুঁদে স্বপ্ন উতলায় অব্যর্থ স্বপ্নপূরণের গরম তাওয়ায়,
স্বপ্ন সেঁকে ধিমা আঁচে শক্ত পোক্ত শীষমহলে,
আঁকড়ে ধরে হৃদ-দেওয়ালে ঠুনকো হাওয়ায় যায় না মুছে।


জোঁকের মতো চিপকে থাকা স্বপ্নগুলো ঝরে পরে সময়ের সাথে,
রক্ত প্রবাহে প্রবাহিত হয় কিছু টুকরো আশা কিছু অঙ্গীকারবদ্ধ ভরসা,
রেশটুকুর পরিচয়ে দেহ মনে বার্ধক্য আসে..
থমকে যায় সহসা অদম্য ইচ্ছা।
ব্যাগের স্বপ্ন ফুরিয়ে যায় স্যাঁতস্যাঁতে সিক্ত জীবনের ভ্যানিটি ভ্যানে।