ভ্রুকুটিতে ওঙ্কার …
তীক্ষ্ণ নজর শব্দযুক্তে……
যেনো নাহয় ছন্দপতন….
কড়া নজর…মনের ভাষায়..
ভাবনা সুখে রাজধানীতে গতি…বিষন্নতায় কালো আঁধার।


গতিরূদ্ধ ভাবনা নিঃসঙ্কোচে বলে,
ছন্দ খুঁজতে হারিয়েছি অন্ত্যমিল।
চল্লিশের দশকে আতুর ঘরে বলিদানে অজস্র সংগ্রামী,
সন্তানহারা মা দের জীবনের ছন্দ ফিরে নি,অন্ত মিলাতেই অন্ত।


সংঘবদ্ধ ছন্দ ছিলো গাছের মগডালে তুফানেও অপ্রতিরোধ্য…
কড়া পাহাড়ায় চতুর্দিকে শৃঙ্খলায় সারি সারি স্বেচ্ছাসেবীর আত্মবলিদানে,
হাসিমুখে দিনান্তে সবাই মিলে একই লক্ষ্য,
একই স্লোগান..ভারতমাতা কি জয়।


বিংশ শতাব্দীতে অন্যচিত্র-মগডালে ফল খোঁজে-
পচা ফল ছোড়ে জনতায়।
অবনমিত তিরঙ্গা জাতপাতের ভরে-
কুশন পাল্টায়-এদল থেকে অন্যদল,
বীর শহিদের নমনে চৌমাথায় স্মৃতিস্তম্ভ ফুলে ফুলে সজ্জিত..
ছবি তোলে শ্রদ্ধায়,দেশবাসীর সোহাগে আবার মগডালে,
একবার নীচে নামে জনতায়।


স্মৃতিস্তম্ভে ক্লান্ত পাখির আশ্রয়স্থল-
নির্ভয়ে বসে কুহুতানে মান ভাঙায়…
কুম্ভকর্ণেরও বোধহয় নিয়ম পাল্টেছে…
ছমাস নয় বছরে একবার।
ভারতবাসী লুন্ঠিত সমাজের প্রতিচিত্র স্বাধীনতা খুঁজতে হারিয়েছে জীবনের ছন্দ,
অন্ত্যমিলের আশায় এখনো জর্জরিত …
কবে মিলবে আবার অন্ত…কে জানে?