আজ মেঘলা আকাশ কেমন যেন গুমরে ওঠে কেঁদে
অনেক দিনের মান অভিমান মনের কোণে বেঁধে
রেখেছিলো সযতনে একের পরে এক
আজকে হ ঠআত্ হিম গিরির হল অগনউপা ত


দাও ধুয়ে দাও ময়লা গ্লানি
আবর্জনার স্তুপ
মন খুলে দাও বাঁধন হারা
ছিলো যে নিশ্চুপ
বাঁধ ভেঙ্গে দাও ভাসিয়ে দিয়ে
      যতেক অনাসৃস্টি


নামিয়ে আনো প্রাণ ভরানো
   শ্রান্তি হরা বৃষ্টি


পুরনো সব দিন গুলোকে
  ভাসিয়ে দিও দূরে
নতুন ভাবে বাঁচুক জীবন
  বৃষ্টিগানের সুরে ।