তোমার সুরে সুর মিলিয়ে   গাইতে পারি গান ।
তোমার হাতে হাত লাগিয়ে    মারতে পারি টান ।
কিন্তু সে দড়িটা ফেলবে ভেঙ্গে তোমার অভিমান
মূর্তি তোমার অহংকারের তোমার অসম্মান...
মাটির সাথে মিশিয়ে ফেলা হর্ষ কলতান
সে তোমারি দান ।


তোমার সাথে চলতে পারি  অনেক খানি পথ
যে পথেতে চলে  তোমার দর্প ধ্বজা রথ ।
সেই পথেতে খাদের ধারে -
সে রথ যদি আটকে পড়ে
বাড়িয়ে দেবো হাত ।
অতল তলে তলিয়ে দিয়ে
পূরবে মনোরথ...
সেইতো আসল পথ ।


তোমার কথা বলতে পারি
অন্যের চেয়ে ভালো ।
শিরদাঁড়াটা নুইয়ে দিয়ে
ছিনিয়ে সব আলো ।
শুধু তোমার চোখে মিথ্যে সে সব
সত্য অপবাদ  -
পড়বে ধরা তোমার কুটিল
মানুষ ধরার ফাঁদ ।


তার চেয়ে আজ বোবা হয়ে                                         চুপটি থাকাই শ্রেয় -
চাটুকারের দলে গিয়ে চাইনা হতে হেয় -


তোমার ভীষন প্রিয়  ।