স্বপ্ন খাতায় ব্যর্থতা তুলি টেনে
এঁকে গেছি শুধু -
হিসাব হীনের পদ্য ।
আজকে জীবন বড়োই এলোমেলো -
ছন্নছাড়া   জন্ম নিয়েছে  যেন  সে  সদ্য।


ছিঁড়ে ফেলি তাই  একেকটি তার পাতা -
টুকরো টুকরো হাওয়ায় দিয়েছি উড়িয়ে  ।
বুঝে গেছি  আজ
আমিই  আমাকে -
কখন  ফেলেছি  ফুরিয়ে  ।


যতটুকু পথ পেরিয়েছি পায়ে পায়ে ।
বন্ধুর পথ  আঁকাবাঁকা বড়ো
গভীর  খাদের  কিনারে -
এক ধাক্কায় অন্ধকারে
নিজেকে নিয়েছি তলিয়ে  ।


খুঁজেই পাবে না যতই চেষ্টা করো
নাম ধরে ডাকো কিংবা  -
আদরে জড়িয়ে ।
আজ আমি একা অনেক হয়েছি
নিজেকে  ফেলেছি  ছড়িয়ে   ।


টুকরো টুকরো  আমার  আমিকে -
খুঁজে ফেরবার  দায়  নেই  কারো  ।
পাথর ধূলোতে মাখা মাখি করে -
যাবে সে মাটিতে হারিয়ে  ।


মৃত্যূ কিনেছি অনেক দামে
জীবন যন্ত্রণায় ।
কেমন নিজেকে হারিয়ে ফেলেছি
কাঁটা বিঁধে প্রতি পায়  ।


হারিয়ে ফেলেছি রাতের আকাশ
সকাল সূর্যটাকে -
হারিয়ে ফেলেছি ভোরের শিশির
চোখের  কোণে  যে  থাকে  ।।