এক্ একলা পাখির গানে
ভোর হত যদি-


একটা মেঘের বৃষ্টি
বইয়ে দিত নদী -


তবে কেমন হতো
একাই একার টানে  ।


তবু একটাই পৃথিবীতে
খণ্ড খ্ণ্ড ছবি-


কাঁটা তারের বেড়া ভেঙ্গে পড়ত যদি
তবে ভালোই হোতো  ।


অনাচার , হাহাকার দূরে
সরে যেত বহুদূরে  ।


ছোট্ট শিশুটা থাকতো নাতো
সমুদ্র কিনারে -
মুখ থুবরে পড়ে       ।।