বন্ধু নেবেতো চিনে -
             একা এই দূর্দিনে  ।


তোমাদের সাথে সকাল দুপুর খানি
বয়ে নিয়ে গেছে অনেকটা দূর টানি ।


আজ সন্ধ্যায় অন্ধকারের ভয়
পূর্ণিমা চাঁদে অমাবস্যার  ক্ষয়  ।


আলোয় আঁধারে গোধূলি রঙএর মায়া
শূণ্য হয়েছে আমার দীর্ঘ ছায়া  ।


একা আমি আজ দূর সে পথের যাত্রী
ঘনিয়ে আসছে কঠিন কঠোর রাত্রি...


কোন পথে যাবো কোন সে অজানা দেশ
শুধু আমি একা  একা  হয়ে যাবো যে নিরুদ্দেশ  ।


যা কিছু আমার আমার বলেই জানি
ফেলে যাবো  সব   এ শরীর খানি  ।


রাত্রি শেষে আবার আসবে আলো
মুছে দেবে রাত  পৃথিবীর যত কালো  ।।