জীবন মরুতে চলেছি একাকী
           কেউ নেই আজ সাথে
রোদে পুড়ে কাঠ পাথর হয়েছি
                    শীতল কঠিন রাতে   ।


পায়ে পায়ে বাধা কত শত আসে
                   ভেঙ্গে দেয় বারে বারে
মৃত্যু হায়না উঁকি দিয়ে যায়
                     বাঁধনের কারাগারে  ।


সুখের সাগরে ভাসিয়ে ভেলা
             আছড়ে পড়েছি তীরে
সব হারিয়ে এক একা হয়ে গেছি
              শত মানুষের ভিড়ে  ।


আলেয়া ছায়া মায়ায় জড়ানো -
              ওয়েসিস নিশ্চিহ্ন
কতই বাঁধনে যান্ত্রিক বাঁধা
       করতে পারিনি চ্ছিন্ন ।


কত সে গভীরে শিকড় বাড়িয়ে
         প্রাণের সুধার সন্ধানে
ক্যাকটাস্ আমি কাঁটা ভরা দেহে
     মরে বেঁচে আছি কার কল্যাণে  ।।