বিদ্যাসাগর ,দয়ার সাগর
                   ঈশ্বর যার নাম
মেদিনীপুরের পূণ্যভূমি                                                
                   বীরসিংহ গ্রাম   ।


ছোট্ট শিশুর দুষ্টুমিতে
                  পেতো না কেউ ছাড়
লেখাপড়া অধ্যাবসায়
                   তাঁর জুড়ি মেলা ভার ।


বলবে যেটা উল্টোটা ঠিক
                   করত যে জিদ করে
কলকাতাতে দিল পাড়ি
                   বাবার হাতটি ধরে  ।


চলার পথে মাইল ফলক
                   ইংরেজি অক্ষর
চিনে নিলেন সহজ ভাবেই
                   মহান স্মৃতিধর  ।


গুরু যখন যাচাই করেন
                    নানান জিজ্ঞাসায়
উতরে গেলেন খুব সহজে
                   করে হৃদয় জয়  ।


কলকাতাতে সহজ যে নয়
                   দারিদ্র তাঁর সাথি
পথের আলোয় লেখাপড়া                
                ঘরে নেইকো  বাতি  ।


সবার জন্য রান্না করা
                    হরেক রকম কাজ
পড়াশোনা চলত -
                    তবু তারই মাঝ  ।


বিদ্যা শেষে বিদ্যাসাগর
                     নামে পেলেন খ্যাতি
সমাজ পেলো সংস্কারক
                   কাটাতে কালোরাতি  ।


নারীশিক্ষা বিধবা বিবাহ
                  নারীদের দূর্গতি -
মোচন করতে এগিয়ে এলেন
                   বিদ্যা মহিপতি  ।


চলে গেলেন একছুটেতে
                   গ্রামে মায়ের ডাকে
ঝড় ঝঞ্ঝা দামোদর
                   রুখতে  পারলো নাকো তাঁকে ।


বটবৃক্ষ এর ছায়া হয়ে
                   দীনের আশ্রয়
আর্ত রোগী মুমূর্ষু এর
                   তিনি দয়াময়   ।


দুহাত ভরে বিলিয়ে গেলেন
                   স্নেহ ভালবাসা
বাঙ্গালী যেন ফিরে পেল
                  হৃদয়েরই ভাষা  ।


মধুকবির দুর্দশাতেও
                  বাড়িয়ে দিলেন হাত
দেশে ফিরে সাহিত্যে
                  যিনি করলেন বাজীমাত ।


বাংলার নবজাগরণে
                  শ্রেষ্ঠতম নাম
গ্রহণ করুন আমাদের
                   সশ্রদ্ধ প্রণাম  ।।