আজকাল দিনগুলো    বড়ো এলোমেলো                                                                                                            
            ছন্নছাড়া পলাতকা মন
         মানতে চায়না কোনো বাঁধন ।


মনে হয় ছুটে যাই
                যদি পাই দিগন্তের শেষ
সমুদ্রের ঢেউয়ের সাথে মিশে
                অতল গভীরে
                         মুক্তো মালার দেশ  ।


রামধনু সাঁকো পার হয়ে
                 সাদা মেঘ জাপ্টে ধরে -
হারিয়ে যাই নীলে
                  যখন তোমরা ছিলে ।


মরে গেছি আমি বহুদিন আগে
               জ্বলেছে আমার চিতা
নামটা আমার মুছে গেছে ঢেউ
              কেউ খেয়াল করেনি তা  ।


হারিয়ে গেছি   ফুরিয়ে গেছি
             চির দিনের তরে
একলা আঁধারে বসে আছি
                আমার একলা ঘরে  ।


একদিন ছিল আলো হাসি গান
               ঘুম ভাঙ্গা পাখি
                       সবুজ বাগান ......
আজ ঝরা পাতা করে হাহাকার
              শুধু নুড়ি ধূলো অবশেষ  -
                    গেঁথে চলে শোকগাঁথা
                          নীরব অন্ধকারে  ।


কেউ চিনবে না আর
                   ডাকবে না
                             চির চেনা নাম ধরে  ।
দূরে আজ সব বহুদূরে  চলে গেছে
                             পূরাতন দিনগুলো
সোনা রোদ মাখা আলোয় ভরানো
                        প্রিয় চেনা মুখ গুলো  ।


খুঁজে ফিরি তাই এখানে ওখানে
                    যদি ফিরে পাই
                          আবার নতুন করে ।
আড়ালে থেকেও ভালো শুধু চাই
                    তোমাদের সবাকার
হয়ে ওঠো বড়ো মানুষ হিসেবে
                    কখনো মেনোনা হার ।


ঝড় আসে যত দৃঢ় হয় তত
                মনের ইচ্ছাগুলো
মিথ্যে আড়ালে ঢেকে দেওয়া
                    সত্য অহঙ্কার
ষড়যণ্ত্রের জাল কলঙ্ক বোঝা
                    যত খুশি অপমান
ঠুনকো সেসব পারেনা হারাতে
                       সত্যপ্রাণ  ।


জীবন পাড়েতে মরণের ঢেউ
                   ছুটে আসে বার বার
কতবার লিখি মুছে দিয়ে যায়
                   তবুও মানিনা হার ।


বালিতটে লেখা নামটি আমার
            প্রাসাদ অট্টালিকা
ঢেকে দিক যত নতুন করে
               লিখে যাবো অবিরাম  ।


নতুন নামে নতুন প্রাণে
               চির সত্যের গান ......
গেয়ে যাব আমি চির দিন
               ভুলে মান অভিমান ।


তোমরা আমার সাথে ছিলে তাই
              হেলায় এসেছি ফেলে
                      কাঁটা ভরা পথ
                         রক্ত ঝরানো
                            অন্ধকার দিনগুলো  ।


তাই নামে নয় স্নেহ আর ভালবাসার দামে
                  চিনে নেবে ঠিক পুরোনো আমাকে
                        আজকে নতুন নামে  ।।