সাফায়েত আহমেদ শ্রাবণ


অবশেষে নিস্তব্দ বিশাল দিনের আয়োজন,
সমায়ের লাগাম ধরতে ধরতে বয়েসের
কাছে হার মানলাম । চারপাশ খোলা ,
বদ্ধ ঘরের দ্বার , আমার প্রিয় ২১ বছর ।
বাড়ানো হাতের ছোঁয়ায়, এতো দিনের
বিষময় জ্বলন্ত সুপ্ত অগ্নেগিরির ইন্দ্রশক্তি
বিস্ফোরিত হয়। আশার বিন্দু বিন্দু বাষ্প
জলের টনেড দুই ঠোঁটে জ্বলছে গ্রীবা বাড়াতে,
প্রশান্ত মহাসাগরে উঠিল ঘূনি ঝড় । গ্রীবার
আড়ষ্ট কম্পন পানি উঠিল বানের খাদে খাদে ।
দশ দিকে আবীত্ত ঢাকল শিউলী বোটা , নদীর
দুই পাড়ের জোয়ার-ভাটার টানে টানে চৈত্রের
আকাশে দানা বাঁধে মধু ফিনকী দিয়ে পড়ল সারা
রাত । আমি নির্বাক , আমার প্রিয় ২১ বছর ।।
গাব রং -এ মেখেছি আমার সোনার নাও , অনেক
উঠিল ঝড় , মাঝে মাঝে প্রলয় । তারপর ক্লান্ত মাঝির
শেষ টানে নদীর ঘোলা জল মিশিল সাগরে ।
অবশেষে, মহুয়া ফুল বাগানে ফোটে ।।