আজ আমি কেমন হয়ে গেছি ?
নিস্তব্দ , প্রাণহীন , নিশ্চুপ  , বধির;
এই শব্দ, কত শব্দ , গাড়ির হর্ন
পাখা ঘোরা , ফিসফিস , হট্টগোল ।
আমার চোখের সামনে ঘটে যায় সব
পত্রিকাগুলো ফলোয়া করে লেখে সব
আমার পিছনে একহাত বাঁশ ; আমাকে
দেখে সবাই হাসে , টিপ্পনী কাটে ;
আমি ও ওদের দেখে ঐরূপ ভাবনায় থাকি;
কি সব মাজা ।
হঠাত দেখি সভ্যতা শেষ ;
বানর , বাঘ, হিংস জানয়ার,
গণ্ডারের সাথে আমার বসবাস ।