তেকরের পল্বব খাপে ঝর্ণার রক্ত তুলি
নির্বাকে চালায় শিল্পীর মায়াবী তরবারি
স্তব্ধ আবৃতে বন্ধি বাচালের বুলি
বোবার ভাষা কাঁদায় কত জ্ঞানী-গুণী।
নির্ধিদ্বায় চলতে থাকে অসীমে ঝর্ণার রক্তের তুলি
খেপে যায় ’মিছির আলীর’ খেপাটে পাগলামী
বিশ্ব হাতের মুঠোয়, সাতার কাটে নির্বোধ
রঙিন পাখায় ঝাপটা-ঝাপটি জলহীন পৃথিবী।
চাতক টোপর মাথায় পা সমান কেশ
বিয়ের কনে বসে উলঙ্গা দরবেশ,
উপস্থিত সবাই হেসে কুটি কুটি হয়
হচ্ছে কি সব ! যাচ্ছে ছাই ।
গাঁধায় বই পড়ে কি'যে মজা পায়
পন্ডিত বেচারা চশমা দেখে তাই
আছে কি এমন হাঁসতে ইচ্ছে হয়
আদি শব্দ নতুন কিছু নয়।
ছানা, ময়রা সবই আছে রসগোল্লা এটা নয়
রঙিন পোশাকেই কি? মানুষ হওয়া যায়,
শব্দই ভাষার প্রাণ অর্থের পৃথিবী
সাদা পক্ষী রঙিন রঙে শব্দের গাঁথুনী।


টঙ্গী , গাজীপুর
  সকাল
২৮/২/২০১৩


কপিরাইটঃ http://onn24.com/details.php