আসলে কেন আজ ?
আমি সুখেই আছি চৈতী ,
আজ ভেবেছি কাঁদবো না আমি;
নিশিরাত পেরিয়ে ভোরের অপেক্ষা ।


প্রাণ খুলে বায়ু নিচ্ছি এই ভেবে -
নিশিতে আসলে কাঁদাতে পারলেনা,
এখন ভাবি কত না কেঁদেছি তোমার আশায় ;
অনুভূতির লেশ মাত্র নেই আমার ।


ঘরের চাল বেয়ে গড়িয়ে পড়ে জল -
গোলাপের বেয়ে ঝড়ে পড়ে জল ,
শিউলী ঝড়ে পড়ে শোকে জমিনে ;
আকাশের কান্নায় ঘাসে জমে শিশির ।


আমি নির্বাক রক্তাক্ত পাথর -
কেমন করে ঘটে গেল ,
আমার ক্ষীণ জীবনে সব ;
যেটা আমার আজীবনের শোক ।


টঙ্গী , গাজীপুর
রাত - ৪.৩০
তারিখ - ৫/১২/১৪
প্রকাশকাল - ১০/১২/১৪


আপনাকে ধন্যবাদ --------- কবি