নদী ঘাটে চলা আমি ,
বুনো শেওলা টোপা পানা
যাযাবর হয়ে ঘুরে ফিরেছি ,
কেউ আমাকে তীরে উঠালনা।


ভাসতে ভাসতে যাইব নিজে
কোথায় কত অচিন দূর
বুনো শেওলা পবে'কি খুঁজে
পাড়-হারা তটনীর কোন তীর ।


নিজের মাঝে খুজে পেলাম
পাড় গড়া ছোট জলের খাল
হৃদয়ে বন্ধনে আবদ্ধ খাট ,
কোমল অনুঢ়া খালের জল।

শিকড় বসিয়ে ফুল ফুটিয়ে  
উৎপন্ন করিব টোপা পানার দল,
প্রফুল্লে আমার জীবন করব ইতি
নিয়ে অনুঢ়ার জলের স্বাদ  ।


জলে বোনা ভিন্ন স্বপ্নের স্বাদ
উত্তর জমি দিব আমি চাষ ,  
উৎপন্ন করব প্রজন্মের টোপা
গড়ব আমি ভবিষ্যতের আশ ।


কাল ভাদ্রে অসুরের আগমনে ,  
বেঈমানের শূল মারল পিঞ্জরে
পূর্ণ হল অনুঢ়ার খাল জলে ,
শূল বিধল কলিজার ভিতরে ।


শূলের ফলা কলিজায় বারবার বিধে
হতাশার রক্ত চোখ ভেজায় ,
ব্যর্থতার প্রলয় নীল সাগরে
অতল সাগর নাহি পারে  ।


টোপা পানার দুংখ কেহ নাহি বোঝে
জ্বালা বুকে নদীর টোপা পানা
একুল- ঐকুল ঘুরে ফিরে
আজীবন ঘুরে যাযাবর বেশে ।


টঙ্গী , গাজীপুর
দুপুর - ১.৩০
তারিখ - ৯/১০/১২
প্রকাশকাল - ১১/১২/১৪