শিশুতোষ কবিতা


আমার আছে একটি দেশ
বাংলাদেশ ! বাংলাদেশ !
সোনার দেশ, রূপার দেশ
বাংলাদেশ ! বাংলাদেশ !
নদীর দেশ , বিলের দেশ
বাংলাদেশ ! বাংলাদেশ !
গানের দেশ , প্রাণের দেশ
বাংলাদেশ ! বাংলাদেশ !
রূপের দেশ , সৌন্দর্যের দেশ
বাংলাদেশ ! বাংলাদেশ !
পাখির দেশ , মাছের দেশ
বাংলাদেশ ! বাংলাদেশ !
হিরক-মানিকের দেশ , সবুজের দেশ
বাংলাদেশ ! বাংলাদেশ !
শান্তি ঘেরা সুন্দর সকালের ,
সবুজের মাঝে রক্ত রবির দেশ
বাংলাদেশ ! বাংলাদেশ !  
হ্যাঁ , আমার মাতৃভুমি
আমার বঙ্গমাতা ;
হাজার হাজার আশার বীজ
বোনা আমার বসুন্ধরা,
আমার হৃদয় গাঁথা ।
সেতো স্বর্গময় দেশ
জোছনা ভরা তারার দেশ
বাংলাদেশ ! বাংলাদেশ !  
হৃদয়ের ক্যানভাসে আঁকা ,
চির ভাস্কর বাংলাদেশ ।


টঙ্গী, গাজীপুর
  দুপুর
তারিখ - ১২/৫/১২
প্রকাশকাল - ১২/১২/১৪