২য় অংশ
যেখানে রবীর সোনার বাংলা ,
কাজী নজরুলের তারুণ্যের যেীবন গাঁথা,
জসীমউদ্দীনের পল্লীর মাঠ-ঘাট ,
বিহারীলালের ভোরের পাখির ডাক ,
মাইকেলের অমিয় ধারা ,
ফারুকের নব জাগরণের আহবান ,
সেইতো আমার স্বর্গমাতা , মাতৃভূমির সোনা মাখা,
নবজাগরণের বাংলা বঙ্গমাতা ।
          আমি বাঙ্গালী - ------
আমি গর্বে গর্বিত , আমি বাঙ্গালী
আমার মস্ত বড় গর্ব আমি বাঙ্গালী ।।
বঙ্গমাতার হাজার হাজার সবুজ ঘেরা গাঁ
সবুজ-শ্যামল বরন গাঁ, শত মণি-মুক্তা  
শরতের নীল আকাশে কাশফুলের নরম ছোঁয়া
শাপলার আগমনে শিশির ফোঁটা সূর্যের ঝলকানি,
কৃষাণের নবান্ন উৎসবের আনন্দের ভেলা
এই আমার বঙ্গমাতার প্রিয় দর্শন ,
আমি বাংলার আদর্শ বাঙ্গালী ।
        আমি বাঙ্গালী - -------
আমি গর্বে গর্বিত , আমি বাঙ্গালী
আমার মস্ত বড় গর্ব আমি বাঙ্গালী ।।
আমি জননীর কোলে ঘুমাতে পারি
বিপদে-আপদে মায়ের আঁচল ধরি
শৈশবকালে মায়ের অমৃত পান করি
খেলার ছলে আনন্দের মাঝে কৈশরে পা রাখি
মায়ের জায়নামাজে চোখের জল হয়ে পড়ি
শত রাত্রির নিশিযাপন বড় হই
তাই আমি একজন আদর্শ বাঙ্গালী ।
      আমি বাঙ্গালী - ----------
আমি গর্বে গর্বিত , আমি বাঙ্গালী
আমার মস্ত বড় গর্ব আমি বাঙ্গালী ।। ( চলবে আবিরাম ------ )


টঙ্গী , গাজীপুর
রাত -  ১২
তারিখ- ১১/৫/২০১১
প্রকাশকাল - ১৫/১২/২০১৪