আমাকেই তুমি খুজঁবে
বুঝবে ঠিকই বুঝবে,
গ্রহে গ্রহে তুমিই আমায়
খুঁজে খুঁজে ফিরবে‌।


বিরক্তির এই অনল
একটু বাদেই নিভবে,
বিবেকের দংশনে তুমি
এই নিখিলেশ ঘুরবে।


আমাকেই তুমি খুজঁবে
বাস্ত শহরের ব্যাস্ত মানুষ!
ব্যাস্ততা সব ছুটবে
শূন্যতারা জুটবে।


আলোর মাঝে আলো তোমায়
আষ্টেপৃষ্ঠে বাঁধবে,
হাজার আলোয় কালো তোমার
হৃদয় ছুঁয়ে পুড়বে।


আমাকেই তুমি খুঁজবে
বুঝবে ঠিকই বুঝবে,
চারদিকে সব ছিপান ঘুরে
কোন পাশে পা ফেলবে!


সকল চিহ্ন একই সাথে
মন যে তখন ফুঁড়বে,
এখন কি আর
বুঝবে!


আমাকেই তুমি খুঁজবে
বুঝবে ঠিকই বুঝবে
উপরে আর খুঁজোনা গো
নিচে গেলেই মিলবে।


শোকেতে বুক ভাঙবে
কলিজা সেদিন ভুনবে।
ভালোবাসার এই পরিনামে
আমার মতই কাঁদবে।


সত্যি কি আমায় খুঁজবে!
চিৎকার করে সেদিন কি তুমি
ভালবাসি বলবে?