এমন কেন করো
      আনিচা মারিয়াম জ্যোতি


আমায় ছেড়ে দিব্যি ভালোই
বাঁচতে  পারো যদি,
আমায় আর ভেবো নাকো
বহুক সাগর নদী।


বিরক্তিতে বিরক্ত তুমি
আজ,কাল,পরশু_তিনদিন,
আর কিছুক্ষন সহ্য করো
গেলেই তোমার সুদিন।


সেই তো আর একা একা
সইতে নাহি পারো,
আমার মত তুমি ও যে
ডুকরে কেঁদে মরো।


উড়তে কি আর পারো?
ময়না পাখি, পাগলটা যে
এমন কেন করো!