বুঝিনি তোমার তাৎপর্য
আর মহত্ত্ব সুগভীর,
ভেবেই এখন উতলা মন
আফসোসে বিঁধে তীর।


বুঝিনি তোমার সম্মান আমি
করেছি অপচয়,
ঘোর নিদ্রায় আচ্ছন্ন ছিলাম
খেয়াল হয়েছে ক্ষয়।


হাজার মাসের শ্রেষ্ঠ রাত্রি
গেল বুঝি হায় চলে,
কোন সে পাপের শাস্তি স্বরূপ
ছিলাম ঘুমের কোলে!


হাজার মাসের শ্রেষ্ঠ রাত্রি
হলোনা ইবাদত,
প্রভু এ কেমন দন্ড দিলে!
হলোনা মোনাজাত।


রহমান তুমি গফুরে মাজিদ
অধমে ক্ষমা কর।
শবে কদরের রহমত মাবুদ
আমায় নসিব কর।