কষ্ট কমে শুনেছি ওই
নদীর পাড়ে গেলে,
কষ্টের ভাগ দেওয়া নেওয়া নাই
নদীতেই দিও ফেলে।


নিল কষ্ট, লাল কষ্ট
পাল হয়ে ওই ওড়ে
নদীর পানে তাকিয়ে থেকো
বুকটা যদি পোড়ে।


কষ্ট জীবন, কষ্টই নদী
জল হয়ে ভাসে,
অভাগীর সব জীবন উচ্ছাস
ওই ভাটাতেই ফাঁসে।


নদীর বুকে কষ্ট হাসে
তাকিয়ে দেখে ভুবন,
দুইই চলে আপনা বেগে
কষ্ট ও জীবন।