এখন আমি আগের মত
একটু সময় চেয়ে
কেঁদে কেঁদে বুক ভাসাই না
বুদ্ধিমতী হয়ে।


আগে বড়ই বোকা ছিলাম
কেঁদে কেটে সারা
এখন যে ভাই চোখ খুলছে
মন দিয়েছি কারা।


সময় যে তার অনেক দামি
মিথ্যে অজুহাত,
বুঝে ও বুঝিনা, বুঝে ও বলিনা
করুক বাজি মাত।


তোমার খোড়া কুয়োয় পড়ে
দুমড়ে যদি যাও,
ডেকো আমায়_হাত বাড়াবো
তোমার পানে তাও।


আর কতকাল দেখাবে শুনি
মিথ্যে অজুহাত!
অভিনয়ের দিন ফুরাবে
আমার মারফত।