ঢিলেঢালা সুতি পাঞ্জাবি আর
চশমা পরা, হাত ঘড়ি ছাড়া_
সাদা মাটা যে যুবক,
তাকে আমার মনে ধরেছে।


এলোমেলো চিকুর যার
ঘন কালো অভ্র সম,
হটাৎ বাদলের দিনে তারে
ভীষণ মনে পড়েছে।


শ্যাম বর্ণের লাজুক যে ছিল
হাসিতেই বুঝি মন ফেসেঁছে,
মন বুঝি তাকে খুব_
তাকে খুব ভালোবেসেছে।