অপেক্ষারা ঝিমিয়ে যায়
রাত্রি নামে অবশেষে,
শুকনো পাতা ঝরেই পড়ে
রাতদুপুরে ক্লান্ত বেশে।


ক্লান্ত মন, শ্রান্ত তনু
জেগেই আছি বেশ,
কখন সে যে দৈব দিবে!
ভালোবাসার রেশ।


চোখ শুনে না; চেত মানে না
মন খারাপের সঙ্গি,
আজকে কি খুব কাজ পড়েছে!
এমন কেন ভঙ্গি?


অপেক্ষারা স্বপ্ন বুনে
স্মৃতির পাতায় সাত রঙ্গান,
একবার তুমি এসো প্রিয়
বেঁধেই রাখব আজিবন।