সিয়ামের দিন হোক,
কিয়ামের রাত,
চলো মন ইবাদতে
ভুলে অজুহাত।


নেকির পাল্লা  ভারি যত হবে
আল্লাহ'র নৈকট্য  তত বেশি পাবে।


নিখিল অবনির মালিক যিনি
মালিক ত্রিভুবন।
সেজদায় লুটি চলো
কদমে রহমান।


প্রভুর কাছে বলি ;মনের সব কথা,
তিনি বিনে যারে বলি;সবটাই বৃথা।


সিয়ামের দিনে হোক
ক্ষমা চেয়ে কান্না।
প্রভু বড় ক্ষমাশীল
সাজা দিতে চান না।


ধরে নাও মন এটা শেষ রমাদান,
জান্নাতি রঙে চলো সাজাই জীবন।


সাগরের স্রষ্টা যিনি
তার প্রিয় চোখের পানি।
তিনি সেই আল্লাহ মহান
তোর আমার নাজাতের খনি।


সিয়ামের মাস যাক ইবাদতে মশগুল।
তিনি বড় ক্ষমাশীল;ক্ষমা করবেন ভুল।