জানো, সেই সকাল থেকে-
পায়ে আলতা দিয়ে, চোখে কাজল দিয়ে-
ভেজা চুলে ,দোপাড়ের শাড়ি জড়িয়ে-
বসে আমি, অপেক্ষার চাদর বিছিয়ে-
তুমি এলে না।


জানো,দুর থেকে আসতে দেখেছিলাম-
আয়নায় নিজেকে আরেকবার দেখেছিলাম-
ঘোমটা দিয়ে , নুপুর বাজিয়ে,গেট অবধি যেয়ে-
দেখি সে এক ভিনদেশী-
তুমি এলে না!


জানো,  কৃষ্ণচূড়ায় ঘর রাঙিয়ে -
মিন্দিতে হাত রাঙিয়ে-
তোমাতে মন রাঙিয়ে-
জীবনে জীবন মিলাতে ছিলাম পথ চেয়ে-
তুমি এলে না!


জানো!গোলাপ শুকিয়ে-
জীবন ফুঁপিয়ে-
প্রতিক্ষা ছাপিয়ে, আমি পথপানে তাকিয়ে-
আজো হাত বাড়িয়ে-
তুমি এলে না!