হও উন্মাদ, করো প্রতিবাদ
ভেঙে ফেলো শরীরের সব অবসাদ
হও নিপুণ, ধরো তলোয়ার
সব অলসতা ধংস করার।
হও সাহসী, হও তুমি বীর
অহংকার নয়, গর্বে উঁচু হোক শির
হও স্থির, উদ্দেশ্য লক্ষে পৌঁছানোর
সব বাধা বিফল, তোমায় আটকানোর।
কাটিয়ে ফেলো সব ভীতি,
এখন সবাই মানবে তোমার নীতি
আজ থেকে শুরু,
আগামীতে চলবে অবিরাম
দেহে যতদিন থাকবে প্রান,
তোমার নামে দিবে শ্লোগান।