আমরা শোষিত, পীড়িত, অবহেলিত।
যাযাবর, অস্থায়ী, ভাড়াটিয়া যাদের নাম
সংখ্যায় বেশি, মজুরি-বেতন ও অধিকারে কম
মাসের শুরুতে সচ্ছল, পরে অভাব-অনটন


অন্যায়ে চোখ তুলে তাকালে, মুখ খুললে
চিরতরে যদি তা বন্ধ হয়!
আমাদের পরিবারের শুধু এইটুকুই ভয়,
শিক্ষা জুলুম, দুর্নীতি সহ্যের সামর্থ্য ও ধৈর্য দেয়
আমরা সুশিক্ষিত, তাই মুখ বুজে পড়ে রই।


আপনারা মাননীয়, সম্মাননীয়, স্থানীয়
প্রকাশ্য ক্ষমতায় অসীম,
আপনাদের কানুন, শোষণ, মর্দন, জুলুমের
আড়ালে, বিরুদ্ধে মুখ খুললে আমাদের-
সার্টিফিকেট, সংবাদপত্রে দেন দ্রোহীতার পরিচয়।


রক্তিম চোখ মেললে, মুখ খুললে
প্রতিবাদের ধ্বনি বের হবে রুদ্র আভায়!
দশ থেকে পনেরো, তারপর অগণিত-
ব্যক্তি-জন জড়ো হয়ে শ্লোগানের পক্ষে
শূন্যে হাত তুলে দিবে সায়,


আপনারা এতো ভীত, সন্ত্রস্ত?
আমাদের অজস্র মুখ, প্রতিবাদের ঝড়
কোনদিন যদি বন্ধ না হয়!
টিকে থাকবে তো, আপনাদের অর্জিত-
কায়দা-কানুন, ঈর্ষা, ক্ষমতা, প্রতিপত্তির জাঁক?
হারিয়ে যাবে সব, মরুভূমির শৃঙ্খলাহীন বালিতে