এই শহরে হারিয়ে যেও না
আঁকাবাঁকা ফ্লাইওভার, সমজাতীয়-
অলিগলির গোলকধাঁধায়
লোকজনের ভিড়, যানজট, কালো ধোঁয়ার মাঝে
নিজেকে গুলিয়ে ফেলো না,


বিবিধ পাখির কলরব আর নেই
শুধু আছে কাক, চিলের দৈনন্দিন-
হরতাল, মিছিলের শ্লোগানের কর্কশ সুর!
পার্কের বিদেশী ফুলের সুগন্ধ হেরে যায়-
উন্মুক্ত ডাস্টবিন, নর্দমার সুবাসে।


শহর চাকচিক্য, ব্যস্ততায় রমরমা
চাকচিক্যতা, অন্দরের গ্লানি ঢাকার
ব্যস্ততা, সরকারি অধীশ্বরীদের দোষ, দুর্নীতি
বিচার করার সময় না দেওয়ার।
সবই অকৃতজ্ঞতা, কার্পণ্যতা, স্বার্থপরতার খেলা


জীবন গড়া, টাকা উপার্জনের ঘোরে
তথা গরীব থেকে ধনী হওয়ার যুদ্ধে,
ধৈর্য ক্লান্ত হয়ে অলসতা সজীব হয়
বিশ্বাস ক্ষয়ে সন্দেহ টিকে রয়,
আমাদের প্রাণের শহরের এই পরিচয়।