প্রকৃতি তুমি অবাক না নির্দয়
শোক, আফসোস, প্রতিক্রিয়া বিহীন
অসহায়, অবলা, অভুক্ত, জরাজীর্ণ কত প্রাণী
অত্যাচার, শোষণ, নিপীড়ন, মর্দনে ন্যস্ত
দায়িত্ব-কর্তব্য বর্জিত, নির্বাক, তুমি ঠাঁই দাড়িয়ে!
মনুষ্যগণের আরাম-আয়াসে, স্বাচ্ছন্দ্যের ছোঁবলে
বৃক্ষরাজি কর্তন, পরিবেশ দূষণ, বন নিশ্চিহ্ন
জন্মগত দাস, স্বেচ্ছাসেবক, জড়, নির্বোধ জ্ঞান করে
শান্ত, দায়হীন, ভীত, প্রতিবাদে তুমি অনাগত।