হাল ছেড়ো না
জীবন বিপথে যাবে
পাল যখন তুলেছো,
নামাবে কেন?
লক্ষ্যে পা যখন দিয়েছো,
না পৌঁছানো পর্যন্ত-
অতিক্রান্ত পথ ও কষ্ট জরিপ করো না।


লোকে কটু কথা বলবেই,
তোমায় আটকানোর জন্য, মনোবল ভাঙ্গার জন্য
তারা ব্যর্থ হয়েছে, তোমাকেও সফল হতে দিবে না।
তুমি অনড়, অটুট, অপ্রতিরোধ্য লক্ষ্যে পৌঁছানোর জন্য
মনোবল পুরানো ইটের বাড়ির মতো এতো ভঙ্গুর নয়, সহজে ক্ষয়ে যাবে।


বিশ্রামের স্বাদ বোঝার আগে কাজে লেগে পড়ো,
আরাম যেন অভ্যাসে পরিনত না হয়।
এগিয়ে যাও, তুমি পারবে
যতো এগোবে, লক্ষ্যে তত দ্রুত পৌঁছবে।